ODI World Cup 2023 : টাইমড আউট ছিলেন না, প্রমাণ দেখালেন অ্যাঞ্জেলো ম্যাথেউজ

Updated : Nov 07, 2023 12:32
|
Editorji News Desk

আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনার বিষয় এখন একটাই, টাইমড আউট । বাংলাদেশের অধিনায়ক বলছেন, দলকে জেতানোর জন্য ঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি । তাঁর কোনও আপশোস নেই । কিন্তু, এই আউট কোনওভাবেই মেনে নিতে পারছেন না অ্যাঞ্জেলো ম্যাথেউজ । তাঁর দাবি, তিনি কোনওভাবেই আউট ছিলেন না । তাঁর দাবি ভুল সিদ্ধান্ত নিয়েছেন চতুর্থ আম্পায়র । এমনকী, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই প্রমাণও দেখালেন শ্রীলঙ্কার অলরাউন্ডার । 

ম্যাথেউজ সোশ্যাল মিডিয়ায় দু'টি ছবি পোস্ট করেছেন । সমরবিক্রম আউট হওয়ার পর থেকে তাঁর হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়া পর্যন্ত যে সময়ে অন্তর কতটা ছিল, সেটাই তুলে ধরেছেন ওই ছবির মাধ্যমে । প্রথম ছবিতে দেখা যাচ্ছে সমরবিক্রম আউট হওয়ার সময়ের হিসেব । তারপরের ছবিতে স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার মুহূর্ত । সেখানে সময়ের হিসেবে দেখা যাচ্ছে, ৫ সেকেন্ড সময় ছিল ম্যাথেউজের কাছে । ছবি পোস্ট করে ম্যাথেউজ লেখেন,"ক্যাচ নেওয়া এবং হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার মধ্যে কতটা সময় লেগেছিল তার প্রমাণ রইল।" তিনি আরও দাবি করেন, চতুর্থ আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছেন। তাঁর মনে হয় সুরক্ষা সবার আগে। হেলমেট ছাড়া ব্যাট করা উচিত হত না ।

এর আগে সাংবাদিক বৈঠকেও একরাশ ক্ষোভ উগড়ে দেন ম্যাথেউজ । তিনি বলেন, 'আজকের আগে শাকিব ও বাংলাদেশকে অনেক সম্মান করতাম কিন্তু এখন তা করি না। আমি কোনও সময় নষ্ট করছিলাম না। সকলেই দেখতে পেল যে আমি ক্রিজে ছিলাম কিন্তু আমার হেলমেটের স্ট্র্যাপ ভেঙে গেছে। এটি একটি সাধারণ ঘটনা।'

Angelo Mathews

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?