ফের কোভিড আক্রান্তের খোঁজ মিলল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে। বুধবার মুম্বইতে পাঞ্জাব কিংসের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে এই খবর দিল্লি শিবিরকে (Covid in delhi Capitals) আরও বিপাকে ফেলল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, কোভিড আক্রান্ত হয়েছেন দিল্লির এক বিদেশি ক্রিকেটার। তাঁর নাম টিম সেফার্ট। ইতিমধ্যে কোভিড আক্রান্ত হয়ে নিভৃতবাসে (quarantine), চিকিৎসকরদের পর্যবেক্ষণে রয়েছেন দিল্লির মিচেল মার্শ।
আরও পড়ুন: অনুব্রত'র বুকের ব্যথা কমছে না, অ্যাঞ্জিও করার জন্য নিয়ে যাওয়া হল রামরিক হাসপাতালে
করোনায় রীতিমতো বিপর্যস্ত দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দল। এক বা দু'জন নয়, মঙ্গলবার পর্যন্ত মোট পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। করোনা (COVID-19) যেন পিছুই ছাড়ছে না আইপিএলের ( Indian Premier League)। চলতি আইপিএলেও (IPL 2022) কঠোর জৈব বলয়ের বজ্র আঁটুনি ভেদ করে ঢুকে পড়েছে মারণ ভাইরাস। এই মুহূর্তে কোভিডে আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ৬ সদস্য!
দিল্লি বনাম পঞ্জাব (Delhi Capital vs Punjab Kings) ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু করোনা আবহে সেই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। আইপিএল থেকে বুধবার বিবৃতি দিয়ে এই খবর জানিয়ে দেওয়া হল। দীর্ঘ বাস জার্নি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।