বিশ্বকাপের পর আর্জেন্টিনার প্রথম এশিয়ান সফর । আর প্রথম ম্যাচেই কেল্লাফতে নীল-সাদা ব্রিগেডের । অস্ট্রেলিয়াকে (Argentina Beats Australia) ২-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা । বেজিংয়ের মাঠে ফের মেসি (Lionel Messi) ম্যাজিক । কেরিয়ারের সবথেকে দ্রুততম গোলের নজির গড়লেন এদিন । দুই মিনিটেরও কম সময়ে ম্যাচে প্রথম গোল করেন লিও ।
প্রথমার্ধে অস্ট্রেলিয়ার গোল করার সুযোগ এলেও, ঠেকিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ । দ্বিতীয়ার্ধে স্বমহিমায় ছিলেন মার্টিনেজ । ম্যাচের ৬৮ মিনিটে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন জারমান পেজেল্লা । এরপর অস্ট্রেলিয়ার হাত থেকে বেরিয়ে যায় ওই ম্যাচ । উল্লেখ্য, বিশ্বকাপেই শেষবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা । দিনটা ছিল ৪ ডিসেম্বর । ২-১ ব্যবধানে জিতেছিল নীল-সাদা ব্রিগেড । এবার অস্ট্রেলিয়াকে গোল করারই সুযোগ দিলেন না মেসিরা ।
আরও পড়ুন, India VS Lebanon : লেবাননের বিরুদ্ধে ম্যাচ ড্র ভারতের, রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল
এদিকে, সম্প্রতি, মেসির এক মন্তব্যকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে । কাতার বিশ্বকাপের আগে মেসি জানিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। সম্প্রতি সেই দাবিতেই ফের সিলমোহর দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপ খেলার আর তাঁর কোনও ইচ্ছা নেই। বরং তিনি ফোকাস করবেন আমেরিকার ক্লাব ফুটবলেই। সেক্ষেত্রে এশিয়া সফরেই কি দেশের হয়ে শেষ খেলা মেসির ?