বিশ্বকাপ ফুটবলের ফাইনালে (Qatar world cup 2022) আর্জেন্তিনা। ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ৮ বছর বাদে ফের খেতাবজয়ের একেবারে সামনে লিওনেল মেসি ও তাঁর দল। গোটা ম্যাচে চিতা বাঘের মতো ক্ষিপ্র গতি আর লাতিন আমেরিকান (Argentina in final) ঘরানার অত্যাশ্চর্য ড্রিবলিং-কে দারুণভাবে ব্যবহার করে মেসির পাশাপাশি ক্রোয়েশিয়া ডিফেন্সের আতঙ্ক হয়ে দেখা দিলেন খুলিয়ান আলবারেসও। এই জয়ের পর বিশ্বজুড়েই তুঙ্গে উঠল আর্জেন্টাইন সমর্থকদের (Argentina fans celebration) উল্লাস। ষষ্ঠবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর কৃতিত্ব কয়েক হাজার সমর্থক উদযাপন করলেন আর্জেন্তিনার বিখ্যাত ওবেলিস্ক মনুমেন্টের সামনে।
আরও পড়ুন: এই নিয়ে ছ'বার বিশ্বকাপের ফাইনালে মারাদোনার দেশ, স্বপ্নের আরও কাছে মেসিরা
নীল-সাদা জার্সি গায়ে দিয়ে আনন্দে উৎফুল্ল আর্জেন্টাইনরা দেশের পতাকা ওড়াচ্ছেন। তাঁদের সকলের মুখে 'মেসি'র (Leonel Messi) নাম। সকলের কণ্ঠে দেশের জাতীয় সঙ্গীত।
সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হারের পর যখন সকলে প্রায় ধরেই নিয়েছিলেন এই বিশ্বকাপ থেকে আর্জেন্তিনার বিদায় একদম সময়ের অপেক্ষা, সেই সময়ই যেন ফিনিক্স পাখির মতো উত্থান স্কালোনির ছেলেদের। যার পুরোভাগে রয়ে গিয়েছেন এক এবং অদ্বিতীয় লিওনেল মেসি।
আগামী রবিবার যাঁর বাঁ-পায়ের জাদুর দিকেই চেয়ে আছে গোটা দুনিয়ার সমস্ত আর্জেন্তিনা ভক্ত। ১৯৭৮ এবং ১৯৮৬ বিশ্বকাপের পর কাপজয়ের সম্ভাবনা আর্জেন্তিনার সবথেকে বেশি রয়েছে এবারেই। মনে করছেন বিশেষজ্ঞরা। মনে করছেন ভক্তরাও। তাঁদের সকলের আশা পূরণ করতে পারবেন কি লিও? উত্তর দেবে সময়ই।