৩৬ বছর পর বিশ্বজয়। সম্ভবত বিশ্বকাপে সর্বকালের সেরা ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা (Argentina players)। আর সেই মুহূর্তকে স্মরণীয় করতে বিশেষভাবে উদযাপন করল আর্জেন্টিনার জাতীয় ফুটবল টিম। লুসাইল স্টেডিয়াম (Lusail Stadium) থেকে বেরিয়ে বিস্তীর্ণ জনপথ। সেখানেই অপেক্ষা করছেন হাজার হাজার সমর্থক।
দলের জয় সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটি লুসাইলের বুলেভার্ডে দশ হাজার আর্জেন্টিনীয় সমর্থকদের সামনে দিয়ে হুড খোলা বাসে ( victory ride) করে সেলিব্রেশনে মজল। কাপ হাতে মেসি, ডি মারিয়ারা। সঙ্গে আর্জেন্টিনার পতাকা। রাস্তার দু'পাশ থেকে ভেসে আসছে সমর্থকদের চিৎকার। উচ্ছ্বাস। বাজির শব্দ। যা অনায়াসে বুঝিয়ে দিচ্ছে আজ স্বপ্নপূরনের রাত।
আরও পড়ুন- স্ত্রী-ছেলেকে জড়িয়ে আবেগে ভাসলেন মেসি, পারিবারিক মুহূর্তের সাক্ষ্মী থাকল গোটা বিশ্ব
১৯৮৬-র পর ফের বিশ্বকাপ পেয়েছে আর্জেন্টিনা। কাতারের লুসাইল স্টেডিয়াম থেকেই শুরু হয়ে গিয়েছে খুশি উদযাপনের পর্ব। বহু প্রতিক্ষিত বিশ্বকাপ হাতে পেতেই দেখা গিয়েছে কীভাবে স্বপ্ন ছুঁয়ে দেখার আবেগে ভেসেছেন মেসি, ডি মারিয়া, ডিপলরা। গর্জে উঠেছে গ্যালারি। চোখের জল ধরে রাখতে পারেননি কেউ। মাঠে নেমে এসেছেন খেলোয়াড়দের স্ত্রীরা। তাঁরাও ছুয়ে দেখেছেন বিশ্বকাপ। যোগ দিয়েছেন বহু প্রতীক্ষিত আনন্দোৎসবে।