২০২২ সালের কাতার বিশ্বকাপই হতে চলেছে আর্জেন্তিনার হয়ে তাঁর শেষ বড় টুর্নামেন্ট। ঠিক যেদিন এই কথা লিওনেল মেসি ঘোষণা করলেন, সেদিনই আর্জেন্তিনা সরকারের এয়ারলাইন্স এরোলিনিয়েজ আর্জেন্তিনাজের পক্ষ থেকে ভক্তদের জন্য নতুন একটি উড়ানের উন্মোচন করা হল। এই উড়ানটিই কাতার বিশ্বকাপের খেলা দেখার জন্য আর্জেন্তিনা থেকে মধ্য প্রাচ্যে নিয়ে যাবে ভক্তদের।
এ৩৩০-২০০ এয়ারবাসটির গায়ে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং রডরিগো ডে পলের বিশালাকায় প্রিন্ট রয়েছে। তার সঙ্গেই রয়েছে আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ক্রেস্ট।
আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে লিওনেল মেসির দল।
নতুন উড়ানের উন্মোচন নিয়ে কথা বলতে গিয়ে আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিয়ো তাপিয়া জানান, "যাঁরা বিশ্বকাপ দেখতে যেতে পারবে না, তাঁদের স্বপ্নগুলোও বহন করে নিয়ে যাবেন যাঁরা বিশ্বকাপ দেখতে যাবেন, তাঁরা। সকল আর্জেন্তিনাবাসীর স্বপ্নই ঘুরে বেড়াবে কাতারের প্রতিটি স্টেডিয়ামের ঘাসে। সেই স্বপ্ন বিশ্বকাপের"।