কোপা আমেরিকা (Copa America) জেতার পর এবার ফাইনালিসিমা (Finalissima)! বিশ্ব ফুটবল আবার দেখল নীল সাদা জার্সির দাপট। লিওনেল মেসি (Messi), ডি মারিয়াদের দারুণ ফুটবলে ভর করে জয় ছিনিয়ে নিল আর্জেন্টিনা (Argentina)।
বুধবার মুখোমুখি হয়েছিল কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা এবং ইউরো কাপ বিজয়ী ইটালি। আজুরিদের ৩-০ গোলে হারাল মারাদোনার দেশ। কোপা আমেরিকার পর আবার দেশের হয়ে ট্রফি জিতে নিলেন লিওনেল মেসি। একইসঙ্গে বিশ্ব ফুটবলের রাজপুত্র ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। পর্তুগিজ মহাতারকা দেশের হয়ে ইউরো কাপ এবং নেশন্স লিগ জিতেছেন। মেসি কোপা আমেরিকার পর ফাইনালিসিমাও জিতলেন। অর্থাৎ, দেশের হয়ে ট্রফির সংখ্যা সমান-সমান হয়ে গেল মেসি-রোনাল্ডোর। বুধবার আর্জেন্টিনার হয়ে গোল করলেন লাউতারো মার্তিনেস, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং পাওলো ডিবালা। গোল না পেলেও দারুণ খেলেন মেসি।
সত্যি কি ভারতে আসছে চেলসি, সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বিভ্রান্তি
প্রথম থেকেই দাপট ছিল আর্জেন্টিনার। ২৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মার্টিনেজ। প্রথমার্ধের একদম শেষ লগ্নে ব্যবধান ২-০ করেন ডি মারিয়া। ৯৪ মিনিটে গোল ডিবালার।