ভারতে ফুটবল প্রশিক্ষণ দিতে চায় বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনা। ভারতে আর্জেন্টিনার দূতাবাসের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। বেছে নেওয়া হয়েছে একটিই রাজ্য, কেরালাকে। সে রাজ্যের খুদে ফুটবলারদের প্রশিক্ষণ দেবে লিও মেসির দেশ।
সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপ নিয়ে ভারতে বিশেষত কেরালায় যে পরিমাণ উন্মাদনা হয়েছে, তা নজর এড়ায়নি আর্জেন্টিনারও। ভারতে আর্জেন্টিনার দূতাবাসের তরফেই আবার তাই কেরালার খুদেদের প্রশিক্ষণের প্রস্তাব এসেছে।
আর্জেন্টিনার সরকারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, গোটা ভারতে আর্জেন্টিনা এবং লিয়োনেল মেসির অগণিত সমর্থক থাকলেও, কেরলের সমর্থকদের আবেগ তাদের মন ছুঁয়ে গিয়েছে।
জানা গিয়েছে, ভারতে আর্জেন্টিনার দূত হুগো জেভিয়ার গোব্বি কিছু দিনের মধ্যেই কেরালা যাবেন।