ম্যাচে অশ্বিনের ১২ উইকেট। তিনদিনেই শেষ ডমিনিকা টেস্ট। ভারত জিতল ইনিংস ও ১৪১ রানে। ৪২১ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এরপর ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৩০ রানে অলআউট হয়ে যান ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ইনিংসের ৭১ রানে ৭ উইকেট নেন অশ্বিন। এর আগে ১৭১ রানে আউট হন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল।
এর আগে তৃতীয় দিনের শুরুতে অভিষেক টেস্টে ১৭১ রান করে আউট হন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল। ২৯ রানের জন্য ডবল সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৭৬ রান করে আউট হন বিরাট। তবে এই ম্যাচেও রান নেই শুভমন গিল এবং সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের ব্যাটে। ৪২১ রান করে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সিরাজ এবং উনাদকট শুরু করলেও, ক্যারিবিয়ান ব্যাটারদের পতন শুরু হয় দুই ভারতীয় স্পিনারের হাতেই। ৭১ রানে ৭ উইকেট নিয়ে ডমিনিকায় একাই ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিলেন অশ্বিন।