ফের বিতর্ক উসকে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা তাঁদের প্রতিভার প্রতি সুবিচার করতে পারছেন না বলে মন্তব্য করলেন তিনি। সম্প্রতি অষ্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, "সাম্প্রতিক সময়ে ভারতের তেমন কোনও সাফল্যই নেই। প্রত্যাশার তুলনায় ওঁদের পারফরম্যান্স খুবই খারাপ বলে মনে হয় আমার। শেষ কবে সেই মাপের সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া? কোনও বড় টুর্নামেন্টেই তো জিততে পারেনি। ওঁদের যা প্রতিভা ও দক্ষতা, তাতে এর অনেক বেশি অর্জন করা উচিত ছিল বলে মনে করি'।
ভনের মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া দেন রবিচন্দ্রন অশ্বিন। এই প্রতিভাবান ভারতীয় স্পিনার বলেন, ২০১৩ সালের পর কোনও আইসিসি ট্রফি জেতেনি টিম ইন্ডিয়া, ঠিকই। তবে, বিদেশে বহু দুর্দান্ত টেস্ট জিতেছে রোহিত-বিরাটদের দল।
তাঁর কথায়, "মাইকেল ভনের কথা অনুযায়ী, দল হিসেবে ভারতের পারফরম্যান্স ভাল নয়। আমি জানি, গত ১০ বছরে আমরা কোনও আইসিসি ট্রফি জিতিনি। তার মানে এই নয় যে, আমরা ভাল খেলিনি। বিদেশে অসামান্য অনেক টেস্ট জিতেছি আমরা। সে কথাও প্রণিধানযোগ্য'।