শাকিব আল হাসানের ৮০ রান ও হৃদয়ের হাফ সেঞ্চুরির সৌজন্যে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ৮ উইকেটে ২৬৫ রান করল বাংলাদেশ । ফলে এই ম্যাচ জিততে গেলে ২৬৬ রান করতে হবে । এদিন প্রথমে ব্যাট করে একসময় অনেকটাই বেকায়দায় ছিল বাংলাদেশ । খুব দ্রুত তাদের চার উইকেট পড়ে যায় । এখান থেকেই শাকিব ও হৃদয় ১০১ রানের পার্টনারশিপ গড়েন । শেষবেলায় নাসুমের দ্রুত ৪৫, বাংলাদেশকে ২৫০ রানের গন্ডি পার করে দেয় । ভারতের হয়ে শার্দূর ঠাকুর নেন তিন উইকেট ।
এক ম্যাচে ৫টি পরিবর্তন করে এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলছে ভারত। টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন গত দুটি ম্যাচে তাঁরা টস জিতে ব্যাট করেছে। এই ম্যাচে তাঁরা রান তাড়া করতে চান।
শুক্রবার একদিনের আন্তর্জাতিক অভিষেক হল ভারতের তিলক ভার্মার। বাংলাদেশ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট , হার্দিক , বুমরাহর মতো তারকাদের।