পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কার (Srilanka) কাছেও হারতে হল টিম ইন্ডিয়াকে (Ream India)। সুপার ফোর পর্বে ভারতের ১৭৩ রানের জবাবে শ্রীলঙ্কা ১৯.৫ ওভারে ৪ উইকেটে করল ১৭৪ রান। ভারত হারল ৬ উইকেটে।
এই হারের ফলে গভীর সংকটে পড়ল রোহিত শর্মা, বিরাট কোহলিদের এশিয়া কাপের (Asia Cup 2022) ভবিষ্যৎ। ভারতের ফাইনালে ওঠার আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে তা নির্ভর করছে জটিল অঙ্কের উপর।
প্রথমে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। শুরুতেই ৬ এবং ০ রানে আউট হয়ে যান লোকেশ রাহুল এবং বিরাট কোহলি। এরপর হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা। ৪১ বলে দুরন্ত ৭২ রান করেন তিনি। ২৯ বলে ৩৪ রান করে সূর্যকুমার৷ কিন্তু তাঁরা আউট হতেই ধ্বস নামে ভারতীয় ইনিংসে। বড় রান পাননি ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়ারা।ভারত তোলে ৮ উইকেটে ১৭৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। দুই ওপেনার পাথুম নিশঙ্ক এবং কুশল মেন্ডিস পাওয়ার প্লের ৬ ওভারে তোলেন ৫৭ রান৷ প্রথম উইকেটের জুটিতেই তাঁরা ১১.১ ওভারে ৯৭ রান তুলে নেন। এর পরেই পাল্টা আঘাত হানে ভারত। বিনা উইকেটে ৯৭ থেকে ৩ উইকেটে ১১০ হয়ে যায় শ্রীলঙ্কা। এরপর যুজবেন্দ্র চহালের বলে মেন্ডিস আউট হলে চাপ আরও বাড়ে। কিন্তু দাসুন শনাকা এবং ভানুকা রাজাপক্ষ জুটি বেঁধে সহজেই ম্যাচ বের করে দেন।
খাতায় কলমে ভারত এখনও ফাইনালে যেতে পারে। পাকিস্তান বাকি দু’টি ম্যাচ হারলে, আফগানিস্তানের বিরুদ্ধে ভারত জিতলে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত— তিন দলের পয়েন্টই হবে দুই। তখন বিচার করা হবে নেট রান রেট৷ যদি ভারতের নেট রান রেট ভালো থাকে, তাহলে ফাইনালে যেতে পারেন রোহিতরা।