এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ১০ সেপ্টেম্বর ওই ম্যাচটি হওয়ার কথা। বৃষ্টি বা অন্য কোনও কারণে ভেস্তে গেল, অন্য আর একদিন ম্যাচটি আয়োজিত হবে বলে ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) বা পিসিবি। আগামী ১৭ সেপ্টেম্বর আয়োজিত হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। ফাইনাল ছাড়া কেবলমাত্র এই একটি ম্যাচের জন্যই রিজার্ভ ডে-র ব্যবস্থা করা হল।
আরও পড়ুন: রবিবার সুপার ফোরে ভারত-পাক মহারণ, ফের ভিলেন হতে পারে বৃষ্টি, আশঙ্কায় ক্রিকেটপ্রেমীরা
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর ভারত-পাক ম্যাচে ভিলেন হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। ভারতের ইনিংস বৃষ্টিতে অনেকবার আটকে যায়। কোনও মতে তা শেষ হলেও পাকিস্তানের ইনিংস শুরুই হয়নি। সুপার ফোরের এই ম্যাচেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা। এবারের ম্যাচ কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হওয়ার কথা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে।
বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স করেছে পাকিস্তান। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে তাঁরা। ভারতকে ইতিমধ্যেই হুমকি দিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।