শুটিংয়ে আবারও পদক জিতল ভারত (Asian Games 2023) । সোনা ও ব্রোঞ্জ...দুটি পদকই এসেছে ভারতের ঝুলিতে । মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতলেন সিফত কউর সমরা । এই নিয়ে পঞ্চম সোনা এল ভারতের ঘরে ।
অন্যদিকে, একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আশি চোক্সী । বুধবার সকালেই দলগত ইভেন্টে তাঁরাই রুপো এনে দিয়েছিলেন ভারতকে । এবার ব্যক্তিগত ইভেন্টেও জয়জয়কার ভারতীয় মেয়েদের ।
আরও পড়ুন, Asian games 2023 : ভারতের ঘরে চতুর্থ সোনা, ২৫ মিটার পিস্তলের দলগত ইভেন্টে জয় মেয়েদের
বুধবার সকালেই ৫০ মিটার রাইফেলের ত্রিপল পজিশন ইভেন্টে রুপো জিতে ভারতকে গর্বিত করেছেন সিফত কউর সামরা, আশি চোক্সী ও মানিনী কৌশিক ।
এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের ঘরে মোট ১৮টি পদক এসেছে । তার মধ্যে ৫টা সোনা, ৫টা রুপো, ৮টা ব্রোঞ্জ ।