Indonesia Football Death: দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি, ফুটবল ম্যাচ দেখতে গিয়ে ১৭৪ জনের মৃত্যু

Updated : Oct 09, 2022 10:52
|
Editorji News Desk

ফুটবল ম্যাচ ঘিরে মর্মান্তিক দুর্ঘটনা ইন্দোনেশিয়ায়। দু'দলের সমর্থকদের সংঘর্ষে ভারতীয় সময় সকাল ৮ টা নাগাদ মৃতের সংখ্যা ছিল ১২৭ জন। সকাল ১০.৩০ নাগাদ মৃতের সংখ্যা বেড়ে হয় ১৭৪। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে শিশু এবং পুলিশও রয়েছে। আহত হয়েছেন ১৮০ জন। ঘটনাটি পূর্ব ইন্দোনেশিয়ার কানজুরুহা স্টেডিয়ামের।

শনিবার জাভার দুই ক্লাব আরেমা এবং পার্সিবায়া সুরাবায়ার মধ্যে একটি ম্যাচ ছিল। যে ম্যাচে ২-৩ গোলে হেরে যায় আরেমা। পার্সিবায়া ঘরের মাঠে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ায় দু'দলের সমর্থকদের মধ্যে দাঙ্গা শুরু হয়। যা ক্রমেই ভয়াবহ আকার নেয়।

পূর্ব জাভা প্রদেশের ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান নিকো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় ১২৭ জন মারা গিয়েছেন। যাঁদের মধ্যে দু'জন পুলিশের কর্মকর্তা। স্টেডিয়ামের ভিতরে দাঙ্গার কারণে ৩৪ জনের মৃত্যু হয়েছে। বাকিদের হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয়েছে।  

শনিবার গভীর রাতে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)। এক বিবৃতিতে এই অ্যাসোসিয়েশন জানিয়েছে, খেলার পর ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তার তদন্ত করতে ইতিমধ্যেই মালাংয়ে রওনা দিয়েছে একটি দল। 
 

 

IndonesiaFootball match

Recommended For You

editorji | খেলা

BGT 20224-25 : প্র্যাকটিস পিচ নিয়ে বক্সিং শুরু ভারত-অস্ট্রেলিয়ার, মেলবোর্নে ম্যাচের আগেই যুদ্ধ

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত