Gujarat drug-bust case: সুতোর মধ্যে মাখানো হেরোইন! গুজরাটের বন্দর থেকে বাজেয়াপ্ত ৪৫০ কোটি টাকার মাদক

Updated : Apr 30, 2022 18:22
|
Editorji News Desk

গুজরাটের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (Anti terrorist squad) ও ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টালিজেন্সের (Directorate of revenue intelligence) একটি যুগ্ম অপারেশনের মাধ্যমে ইরান থেকে আসা প্রায় ৯০ কিলো হেরোইন (ATS seized 90 kilo drugs) বাজেয়াপ্ত করল। যার দাম ৪৫০ কোটি টাকা! অমরেলি জেলার পিপাভাও বন্দর থেকে ওই মাদক বাজেয়াপ্ত করা হল। 

এই বিপুল পরিমানে হেরোইন যে কৌশলে পাচারের চেষ্টা হচ্ছিল তা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারী অফিসারদের। এটিএসের অফিসাররা জানিয়েছেন, আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য যে পন্থা অবলম্বন করা হয়েছিল, তা অভিনব। খালি চোখে দেখলে ধরা অসম্ভব। বান্ডিল বান্ডিল সুতোর মধ্য়ে মেশানো ছিল হেরোইন (Heroin Seized)। একটি শিপিং কন্টেনারে সুতোর বান্ডিলেই ছিল ওই কোটি কোটি টাকার হেরোইন।

আরও পড়ুন: রবিবার লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকা হায়দরাবাদের মুখোমুখি চেন্নাই 

গুজরাতের ডিজিপি আশিষ ভাটিয়া বলেন, পুরিয়া বা পাউচে হেরোইন পাচারের (ATS seized drugs) চেষ্টা হলে তা ধরা পড়ে যেত। পাচারকারীরা তাই অন্য কৌশল নেয়। হেরোইনের মিশ্রণে চোবানো হয় সুতোর বান্ডিল। তারপর সেগুলো শুকিয়ে নিয়ে প্যাকিং ব্যাগে ভরে পাচার করা হচ্ছিল। খালি চোখে দেখলে সকলের মনে হবে সুতোর বান্ডিল যাচ্ছে। কেউ ধরতেই পারবে না, ওই সুতোর মধ্যেই মাখানো আছে হেরোইন। 

তদন্তকারী অফিসাররা জানান,  সুতোর ব্যাগগুলো পাঁচ মাস আগে পিপাভাও বন্দরে আসে। সেগুলো ওজন করার সময়েই সত্যিটা সামনে আসে। মাত্র চারটে ব্য়াগের ওজন ছিল ৩৯৫ কেজি। তাতেই সন্দেহ দৃঢ় হয়।

ATSDrugGujarat

Recommended For You

editorji | খেলা

Virat Kohli : আগ্রাসণ দেখাতে গিয়ে বিপাকে বিরাট, কাটা হল ম্যাচ ফির ২০ শতাংশ

editorji | খেলা

BGT 2024-25 : মেলবোর্নে ফ্যানেদের মাঝে ক্যাপ্টেন রোহিত, বক্সিং ডে-তে কি উপহার দেবেন ?

editorji | খেলা

BGT 2024-25 : মেলবোর্নে কত নম্বরে রোহিত শর্মা ? বক্সিং ডে-তে এটাই বড় প্রশ্ন

editorji | খেলা

MD Shami : অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে? মহম্মদ শামিকে নিয়ে কী বলল বোর্ড?

editorji | খেলা

BGT 20224-25 : প্র্যাকটিস পিচ নিয়ে বক্সিং শুরু ভারত-অস্ট্রেলিয়ার, মেলবোর্নে ম্যাচের আগেই যুদ্ধ