কাজে এল না জেমাইমা ও পূজার দূরন্ত ইনিংস । ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের । ৬ উইকেটে জিতল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট টিম । অস্ট্রেলিয়াকে ২৮৩ রানের টার্গেট দিয়েছিলেন হরমনপ্রীতরা । কিন্তু, ২১ বল বাকি থাকতেই লক্ষে পৌঁছে যান অজিরা । লাল বলে সাফল্য এলেও সাদা বলের ক্রিকেটে শুরুতেই মুখ থুবড়ে পড়ল ভারতের মহিলা ক্রিকেট দল ।
বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করে ভারতের মহিলা দল। ৫০ ওভারে ভারতের মেয়েরা করে ৮ উইকেটে ২৮২ রান। দুরন্ত ইনিংস খেলেন জেমাইমা রডরিগেজ। ৭৭ বলে ৮২ রান করেন তিনি । এছাড়া, পূজা বস্ত্রাকার ৬২ রানে অপরাজিত থেকে যান । রান তাড়া করতে নেমেই অ্যালসা হিলির উইকেট পড়তেই বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া ।
তারপর ম্যাচের হাল ধরেন লিচফিল্ড ও পেরি । ১৪৮ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা । ভাল খেলেন বেথ মুনি ও ম্যাকগ্রাও । সফল হয়নি বোলাররা ।