Argentina vs Australia:গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলেই ৩ দিনের মধ্যে নক-আউট, ক্ষিপ্ত আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া

Updated : Dec 09, 2022 15:14
|
Editorji News Desk

গ্রুপ লিগের শেষ ম্যাচের বাহাত্তর ঘণ্টার মধ্যেই মহা গুরুত্বপূর্ণ নক-আউট পর্বের ম্যাচ। আর এতেই তুমুল চটেছেন আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। তাঁদের অভিযোগ, খেলোয়াড়দের সঙ্গে রোবটের মতো আচরণ করছে ফিফা! বুধবার রাতে ম্যাথু লেকি'র গোলে ডেনমার্ককে হারিয়েই শনিবারই মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া। আর্জেন্টিনার হাতে সময় আরও কম! অস্ট্রেলিয়ার খেলার ৪ ঘণ্টা বাদে ডি মারিয়ারা মুখোমুখি হয়েছিলেন পোল্যান্ডের। এত কম সময়ের ব্যবধানে সেকেন্ড রাউন্ডের ম্যাচ খেলতে হওয়ায় রীতিমত ক্ষিপ্ত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে নক-আউট পর্বে পৌঁছে যাওয়া প্রতিটি দলই গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচ খেলার পর অন্তত ৪ দিন সময় পেয়েছিল। এই বছর সেই ছকের বদল মানতে পারছেন না অনেকেই। 'ভালো পারফরম্যান্স চাইলে খেলোয়াড়দের ঠিকঠাক বিশ্রাম দিতেই হবে। এমনিতেই চার দিনের ব্যবধানটা কমে গিয়েছে এবারে। তার ওপর গ্রুপ স্টেজের খেলার সূচির জন্য ওই কমে যাওয়া সময়তেও কোপ পড়ছে! এভাবে তো হয় না', বলেন অস্ট্রেলিয়ার সহকারি কো‌চ রেনি মিউলেনস্টিন।

'প্রায় সবারই একই অবস্থা। তবে আমরা যে একেবারেই কোনও সময় পেলাম না, এটুকু বলতে পারি!', অভিযোগ তাঁর।

অন্যদিকে, পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষ তালিকায় থেকে সেকেন্ড রাউন্ডে উঠে রীতিমত চাঙ্গা আর্জেন্টিনা। পোল্যান্ড ম‌্যাচে শুরু থেকেই মাঠ জুড়ে আধিপত্য ছিল আর্জেন্টিনার। অন‌্যদিকে শুরু থেকেই রক্ষণের খোলসে ঢুকেছিল পোল‌্যান্ড। বোঝা যাচ্ছিল, যেভাবে হোক ম্যাচটা ড্র করে এক পয়েন্ট ঘরে তোলাই লেয়নডস্কিদের লক্ষ‌্য। সেটাই ছিল সবচেয়ে বড় ভুল! বিশেষত বিপক্ষের কোচের নাম যেখানে লিওনেল স্কালোনি। যিনি সময় মতো ঠিক ও কঠিন সিদ্ধান্ত নিতে দু’বার ভাবেন না। সৌদি আরবের কাছে গ্রুপের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত পরাজয়ের পর ফুটবলপ্রেমীরা আশঙ্কা করেছিলেন, প্রথম পর্ব থেকেই না বিদায় নিতে হয় মেসিদের। তারপরই মেক্সিকোকে ২-০ উড়িয়ে ঘুরে দাঁড়ানো আর্জেন্টিনার। 

উল্লেখ্য, আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ হবে ৪ ডিসেম্বর। ভারতীয় সময়ে শনিবার রাত সাড়ে বারোটায়। আমেদ বিন আলি স্টেডিয়ামে হবে মেসিদের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ।

FifaAustraliaArgentinaQatar World Cup 2022

Recommended For You

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!
editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও