মার্চ মাসে শেষবার একদিনের বিশ্বকাপে (ODI World Cup)খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। আগামী ডিসেম্বরে হরমনপ্রীতদের সঙ্গে T20 সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া (Australia)।
যদিও এই সিরিজ নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড কোনও ঘোষণা করেনি। তবে এখনও ম্যাচের দিনক্ষণও কিছু জানা যায়নি। ব্রিমিংহ্যামে জুলাই মাসে কমনওয়েলথ গেমসে অংশ নেবেন হরমনপ্রীতরা। এরপর সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি ওয়ানডে ও ৩টি T20 ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: আইপিএল অতীত, বিশ্বকাপ জিতবে ভারত-ই, দাবি হার্দিক পান্ডিয়ার
এবার ওয়ানডে বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। এবার টুর্নামেন্টে ভাল খেললেও বিশ্বকাপ থেকে ছিটকে যায় টিম ইন্ডিয়া।