জমে গেল সেমিফাইনালে যাওয়ার লড়াই। অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে দিল আফগানিস্তান। এর ফলে অতি গুরুত্বপূর্ণ হয়ে গেল ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচ। কারণ ওই ম্যাচে ভারত জিতে গেলে বিদায় নেবে অস্ট্রেলিয়া।
এদিকে অফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় পুরো সমীকরণই একপ্রকার ওলটপালট হয়ে গিয়েছে। কারণ সেমিফাইনালে কোন চার দল যাবে তা নির্ভর করবে শেষ ম্যাচের উপরেই।
ভারত ইতিমধ্যে ২টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ২টি ম্যাচেই জিতেছে তারা। কিন্তু তাদের কাছে ৪ পয়েন্ট থাকলেও সরাসরি সেমিফাইনালে পৌঁছতে পারবে না ভারত। কারণ এখনও চার পয়েন্ট পেতে পারে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। উভয় দলই দুটি করে ম্যাচ খেলেছে। ফলে এই গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত এবং বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলে নেয় আফগানিস্তান। এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে ১২৭ রান তোলে।