এ যেন একেবারে 'টাগ অব ওয়ার'! কে জিতবে বা কার দিকে হেলে যাবে ম্যাচ শেষ পর্যন্ত, তা ভাবতে গিয়ে হাতের নখ শেষ করে ফেললেন অগণিত ক্রিকেটভক্ত। তবে, সব টিম ইন্ডিয়ার ভক্তদের আশা বৃথা করে দিয়ে শেষমেশ লড়াই জিতে নিল অস্ট্রেলিয়া। মাঠে মারা গেল হার্দিক পান্ডিয়ার লড়াই। কাজে এলো না বিরাট কোহলির দুরন্ত হাফসেঞ্চুরিও। টানা পাঁচটি সিরিজ নির্ণায়ক ম্যাচে জয়ের পরে অবশেষে হারের মুখ দেখলেন রোহিত শর্মারা। ২-১ ব্যবধানে এক দিনের সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচে ২১ রানে হার স্বীকার করল ভারত।
একটা সময় মনে হচ্ছিল হার্দিক এবং জাদেজা জুটি বেঁধে ভারতকে জিতিয়ে দেবেন। কিন্তু হার্দিক ৪০ বলে ৪০ রান করে ফিরতেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল। জাদেজার উইকেটের পরই ভারতের হার নিশ্চিত হয়ে গেল। শেষ পর্যন্ত ২৪৮ রানে শেষ হল টিম ইন্ডিয়ার ইনিংস। অধিনায়ক হিসাবে এই প্রথম ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারলেন রোহিত শর্মা।