২০২২ সালের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিতই রয়ে গেল অস্ট্রেলিয়া (Ind vs Aus)। শনিবার ইডেন পার্কে ভারতকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়ার মেয়েরা (India was beaten by Australia)। অন্যদিকে, এই ম্যাচ হেরে মিতালি রাজদের (Mithali Raj) সেমিফাইনালে ওঠার রাস্তাটাই কঠিন হয়ে গেল। মেয়েদের বিশ্বকাপে গত বারের রানার্স ছিল ভারত।
এখনও পর্যন্ত সব ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া (Australia)। তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকাও সব ম্যাচ জিতেছে। ৪ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। এই দুই দলের সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত। তৃতীয় এবং চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে ভারত, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন: তৃণমূলের প্রধান-উপপ্রধান গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বনগাঁ, কংগ্রেস প্রার্থীকে নিয়ে থানায় হামলা তৃণমূলের
শনিবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত (India) তোলে ২৭৭ রান। ইয়াস্তিকা ভাটিয়া এবং অধিনায়ক মিতালি রাজের (Mithali Raj) ১৩০ রানের জোরালো পার্টনারশিপ এবং তারপর হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kau) ৫৭ বলে ৪৭ রানে ঝকঝকে ইনিংসের দৌলতে অজিদের সামনে ২৭৮ রানের টার্গেট রেখেছিল ভারতীয়রা। জবাবে ব্যাট করতে নেমে মেগ ল্যানিং-এর ১০৭ বলে ৯৭ রানের ইনিংসের ওপর ভর করে স্কোরবোর্ডে ২ উইকেট হারিয়ে অজিরা ২২৫ রান তোলার পরই বৃষ্টি নামে।
তবে, বৃষ্টি থামার পর ম্যাচ শুরু হলেও ম্যাচের রাশ নিজেদের হাতেই রেখে দিয়েছিল অস্ট্রেলিয়া। ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় তারা।
এই ম্যাচে পরাজয়ের পর চলতি বিশ্বকাপে পরপর ২টি ম্যাচ হেরে গেল ভারত (Ind vs Aus)।