নবরাত্রি চলছে। এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে সতীর্থদের সঙ্গে গরবা পালন পিভি সিন্ধুর। সঙ্গে ছিলেন অলিম্পিক্সে পদকজয়ী বজরং পুনিয়াও।
৩৬ তম জাতীয় গেমসে অংশ নিতে গুজরাটে আছেন দেশের একাধিক ক্রীড়াবিদ। নবরাত্রি উপলক্ষে জমজমাট গুজরাটও। জমকালো প্যান্ডেলে সাজানো হয়েছে। স্থানীয়রা সেখানে গরবায় মেতে উঠেছেন। সেই অনুষ্ঠানেই যোগ দেন পিভি সিন্ধু, বজরং পুনিয়া, প্রাক্তন অলিম্পিয়ান এবং অ্যাথলিট অঞ্জু ববি জর্জ, ব্যাডমিন্টন তারকা ত্রুপ্তি মুরুগুন্ডে-সহ অনেককে।
সন্ধ্যায় সবাই গরবার পোশাকে উপস্থিত হন ওই এলাকায়। গরবা নাচের ছন্দে মেতে ওঠেন সকলে। পুনিয়াকে দেখা গিয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গরবায় যোগ দিতে। একইসঙ্গে সিন্ধুর নাচের স্টেপের সঙ্গে তাল মেলাতে দেখা যায় শাটলার প্রণয় হাসিনা সুনিল কুমার এবং চিরাগ শেট্টিকে। তাঁদের গরবার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আপ্লুত নেটিজনরা।