নামেই প্রস্তুতি ম্যাচ। আবেগে, উত্তেজনায়, দর্শকদের উৎসাহে মেসির পিএসজি বনাম রোনাল্ডের রিয়াধের লড়াই হল নজরকাড়া। ৫-৪ গোলে জিতল পিএসজি। গোল করলেন মেসি। রোনাল্ডোর পা থেকে এল জোড়া গোল।
শুরুতেই ৩ মিনিটে মেসির গোল। তারপর ৩২ মিনিটে পেনাল্টি থেকে রোনাল্ডোর সমতা ফেরানো। এরপর আবারও এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধের একদম শেষে লাল কার্ড দেখেন পিএসজির জোয়ান বের্নাত। অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করেন নেইমার। বিরতির ঠিক আগেই রোনালদোর দ্বিতীয় গোল। সব মিলিয়ে জমজমাট প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে।
দ্বিতীয়ার্ধেও গোলের বন্যা৷ গোল করেন এমবাপে এবং রামোস। যদিও ৬২ মিনিটের পর মেসি, রোনাল্ডো এবং এমবাপের মতো মহাতারকাদের তুলে নেওয়া হলে ম্যাচের আকর্ষণ কমে যায়। শেষ পর্যন্ত পিএসজি ম্যাচ জেতে ৫-৪ গোলে।
বড় চমক হিসাবে মাঠে ছিলেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন। ম্যাচ শুরুর আগে শাহেনশার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় খেলোয়াড়দের। এই সময় অমিতাভের সঙ্গে ছিলেন পিএসজির মালিক নাসের আল-খেলাইফিও।