তাঁর ফুটবলার হিসেবে তৈরি হওয়া থেকে শুরু করে প্রথম আন্তর্জাতিক ফুটবল দুনিয়ার নজরে পড়া সবকিছুর শুরু এই ক্লাব থেকেই। ২০২১ সালে লিওনেল মেসি বিদায় জানিয়েছিলেন তাঁর সেই ক্লাব বার্সেলোনাকে। এবার, সেই মেসির সম্মানেই একটি সংবর্ধনার আয়োজন করতে চলেছে তাঁর প্রিয় ক্লাব। কিন্তু, প্রশ্ন একটাই। লিও কি ফিরবেন আর তাঁর পুরনো ক্লাবে? সূত্রের খবর, বার্সার জার্সিতে হয়তো আর দেখা যাবে না মেসিকে। তারই মধ্যে এক অন্য উদ্যোগ নিতে চাইছেন ক্লাব কর্তারা।
জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে বার্সেলোনা মেসির সম্মানে একটি ম্যাচ আয়োজন করতে পারে। যে ম্যাচের মধ্যে দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়ার হবে মেসিকে। ২০২১ সালে পিএসজিতে চলে যান মেসি। তা নিয়ে বহু বিতর্ক হয়েছিল। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সংস্কার চলছিল। ২০২৪-২৫ মরসুমে আবার ক্যাম্প ন্যু-তে ফেরার পর এই সংবর্ধনা ম্যাচটির আয়োজন করতে পারে বার্সেলোনা।