লিয়োনেল মেসিকে বার্সায় ফিরিয়ে আনতে মরিয়া ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা। জানা গিয়েছে ইতিমধ্যেই তিনি মেসির এজেন্ট অর্থাৎ লিওর বাবা জর্জের সঙ্গে কথা বলেছেন। তবে, মেসি প্যারিস সাঁজাঁ ছেড়ে বার্সায় ফিরবেন কি না তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
মেসির সঙ্গে লাপোর্তার সম্পর্ক ভাল নয়। দু'বছর আগে মেসির বার্সেলোনা ছাড়ার অন্যতম কারণ ছিলেন ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা। সে কথা প্রকাশ্যেই জানিয়েছিলেন মেসি।
আরও পড়ুন - চতুর্থ টেস্টে বদলাতে পারে ভারতের প্রথম একাদশ, দলে আসতে পারেন ইশান কিষাণ
এরপর ২০২১ সালে দু'বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। চুক্তি প্রায় শেষের পথে কিন্তু এখনও নতুন করে কোনও চুক্তি করেননি মেসি। এর মধ্যেই মেসিকে ক্লাবে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা শুরু করে দিয়েছেন লাপোর্তা। তবে, লিও পিএসজি ছেড়ে বার্সায় যোগ দেবেন কি না তা এখনও নিশ্চিত নয়।