ওয়ার্ল্ড ফাইনালের পর আবারও একবার মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া । ফাইনালের রেশ কাটতে না কাটতেই ঘরের মাঠে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ । সেই সিরিজে কারা কারা খেলবেন, সেই তালিকা প্রকাশ করে দিল ভারত । সোমবারই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে দিল টিম ইন্ডিয়া । একইসঙ্গে টি-টোয়েন্টি সিরিজে নতুন অধিনায়ক পেল ভারত ।
চোটের কারণে টি-২০ সিরিজেও নেই হার্দিক পাণ্ডিয়া । তাই তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব । সহ অধিনায়কত্বের দায়িত্বে ঋতুরাজ গায়কোয়াড় । তবে, শেষ দু'টি ম্যাচে ওই দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার । টি-টোয়েন্টি সিরিজে নেই সিনিয়র খেলোয়াড়রা । তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে । তরুণ দলের হাতেই দেওয়া হয়েছে দায়িত্ব । রিঙ্কু সিং, তিলক বর্মা, শিবম দুবে, জিতেশ শর্মা , আরশদীপ সিং-দের ফের দলে ফিরছেন । এবারও দলে জায়গা পেলেন না সঞ্জু স্যাম্সাং
একনজরে টি-২০ দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিশন, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং মুকেশ কুমার ।