অপেক্ষার অবসান! টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফরের জন্য টি-টোয়েন্টি এবং এক দিনের দল ঘোষণা করা হল। সত্যি হল জল্পনাও! টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের অধিনায়ক করা হল সূর্যকুমার যাদবকে। এক দিনের দলে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ ২৭ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের শ্রীলঙ্কা সফর। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে।
সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব দলের অন্দরে বেশ কয়েকদিন ধরেই কানাঘুসো চলছিল। প্রাথমিকভাবে, যদিও মনে করা হচ্ছিল যে, দায়িত্ব নেবেন হার্দিক পান্ডিয়া। কিন্তু, দায়িত্ব গেল সেই সূর্য-র কাছেই। কার্যত
শেষ ল্যাপে হার্দিককে টেক্কা দেন সূর্য। সূর্যকুমারের ডেপুটি নির্বাচিত হয়েছেন শুভমন গিল।
জিম্বাবোয়ে সিরিজে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া রিয়ান পরাগ শ্রীলঙ্কা সফরের টি-২০ স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। তিনি ওয়ান ডে স্কোয়াডেও রয়েছেন। দলে জায়গা হয়নি অভিষেক শর্মার।
বৃহস্পতিবার সন্ধ্যার ঘোষণা থেকে পরিষ্কার হয়ে গেল, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে সূর্যকুমারকে অধিনায়ক করেই নীল নকশা সাজাবে ভারত।