দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের (India vs South Africa series) আসন্ন টি-২০ সিরিজে ম্যাচগুলির কেন্দ্র ঘোষণা করল বিসিসিআই (BCCI)। ২০২২ সালের আইপিএলের (IPL 2022) সমাপ্তির পর এই টি-২০ সিরিজটি (Ind vs SA t-20 series) শুরু হবে।
যে পাঁচটি শহরে সিরিজের ম্যাচগুলি হবে, সেগুলি হল- কটক, বিশাখাপতনম, দিল্লি, রাজকোট এবং চেন্নাই। আগামী ৯ জুন থেকে ১৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টি-২০ সিরিজ (Ind vs SA t-20 series)।
আরও পড়ুন: 'টাকিলার জন্যই পেট ফোলা ছিল', অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওড়ালেন সদ্য বিবাহিত শিবানী
প্রসঙ্গত, টানা ১২'টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতে এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে ভারত (Team India)। শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মত টি-২০ তালিকায় নিচের দিকে থাকা দলগুলির সঙ্গে দুরন্ত পারফরম্যান্সের পর তালিকার উপরের দিকে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে কেমন খেলে টিম ইন্ডিয়া, তা দেখার জন্য মুখিয়ে আছেন বিশেষজ্ঞরা। ২০২২ সালের অক্টোবরে আয়োজিত টি-২০ বিশ্বকাপের (T-20 world cup) আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই সিরিজটি (Ind vs SA t-20 series) খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলেও মনে করছেন তাঁরা।