রবিবার মেয়েদের অনূর্ধ্ব ১৯ T20 বিশ্বকাপের (U19 Womens T20 World Cup) ফাইনালে ইংল্যাণ্ডের বিরুদ্ধে ভারতের (IND VS England) রুদ্ধশ্বাস জয়কে উদযাপন করছেন দেশবাসী । ভারতীয় ক্রিকেটে মেয়েদের এই অবদানকে সম্মান জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড । সেইসঙ্গে পুরস্কারও ঘোষণা করা হয়েছে । বিশ্বকাপ জয়ী দলের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে BCCI ।
শুধু আর্থিক পুরস্কার নয়, বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেফালিদের ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) । তিনি বিশ্বকাপজয়ী দলকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানান । একইসঙ্গে লেখেন, ভারতে মহিলাদের ক্রিকেটের উন্নতি হচ্ছে । বিশ্বকাপ জয় মহিলাদের ক্রিকেটের মর্যাদা আরও বাড়িয়ে দিল ।...এই দুর্দান্ত জয়ের পর উৎসব হওয়া উচিত । "
আরও পড়ুন, Titas Sadhu: সিংহের দেশে 'বঙ্গ' গর্জন, সেরা তিতাস, রিচা-হৃষিতায় আপ্লুত ক্রিকেটমহল
রবিবার T20 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের প্রথম উইকেটই তুলে নেন তিতাস। বিশ্বকাপে তাঁর ঝুলিতে মোট ৬ উইকেট। মেগা ফাইনালে তাঁর গতিতে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। তবে এদিন তিতাস ছাড়াও বাংলার আরও দুই তারকা ক্রিকেটার গুরুত্বপূর্ণ অবদান রাখেন। উইকেটের পিছনে ছিলেন রিচা ঘোষ। একেবারে শেষের দিকে নেমে অপরাজিত থাকলেন বাংলার আরেক কন্যা হৃষিতা বসু।