ব্যাট-বল হাতে যাঁরা ২২ গজ কাঁপান, তাদের স্বীকৃতি তো আসবেই, আসেও। কিন্তু প্রচারের আলো থেকে যোজন দূরে থেকেও যাঁরা ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন করে গেলেন দীর্ঘ দু'মাস, তাঁদেরও ভুলে যায়নি বিসিসিআই। আইপিএল ২০২২-এর ৬টি স্টেডিয়ামের কিউরেটর (Curators and Groundmen) ও মাঠকর্মীদের জন্য মোটা টাকা পুরস্কার ঘোষণা করল বিসিসিআই।
সোমবার বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ টুইট করে ৬টি স্টেডিয়ামের কিউরেটর ও মাঠকর্মীদের পুরস্কৃত করার কথা ঘোষণা করেন। পুরস্কারের অর্থ ১ কোটি ২৫ লক্ষ টাকা । ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন, ডিওয়াই পাতিল ও পুণের এমসিএ স্টেডিয়াম যে চারটি স্টেডিয়ামে লিগের ম্যাচগুলি হয়েছে, প্রতিটা স্টেডিয়াম পাচ্ছে ২৫ লক্ষ টাকা করে। ইডেন ও নরেন্দ্র মোদী স্টেডিয়াম, প্লে-অফের ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়া এই দুই স্টেডিয়াম পাচ্ছে ১২.৫ লক্ষ টাকা করে।
কেকেআরে বাংলার ক্রিকেটারদের দেখতে চান, বার্তা সিএবি সভাপতির
দু'মাসের মধ্যে আইপিএলের (IPL) মানের ১৫-২০টি করে ম্যাচের জন্য পিচ ও মাঠ প্রস্তুত রাখা মোটেও সহজ কাজ নয়। তবে সেই কঠিন কাজটাই অনায়াসে করে দেখিয়েছেন মাঠকর্মীরা। পিচ নিয়ে তেমন কোনও ক্ষোভও দেখা যায়নি এই মরশুমে।