জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এবার কড়া নির্দেশ দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারকা ক্রিকেটারদেরও এবার খেলতে হবে দলীপ ট্রফিতে। অর্থাৎ এবার আর শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, ঘরোয়া ক্রিকেটেও দেখা যাবে তারকা খেলোয়াড়দের।
চলতি মাসের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। গৌতম গম্ভীরের তত্বাবধানে শুরু হবে ওই সিরিজ। আর তারপরেই লাল বলের ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে ভারত। এবং তারপরেই প্রায় ১০টি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে ভারত। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তিন টেস্টের সিরিজ খেলবে এবং তারপর অস্ট্রলিয়া টেস্ট খেলবে তারা। এরই মধ্যে ভারতীয় ক্রিকেটাররা যাতে লাল বলের অনুশীলনের মধ্যে থাকে তার জন্য ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা PTI জানিয়েছে, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরা ছাড়া বাকি সকলকে দলীপ ট্রফিতে খেলতে হবে। ৫ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওই সিরিজ।
ওই সিরিজের দল নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। সূত্রের খবর বিরাট কোহলি, রোহিত শর্মা, এবং যশপ্রীত বুমরা ওই সিরিজে থাকবেন না। ফলে বাকি তারকা ক্রিকেটার অর্থাৎ যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সিরাজ সহ বাকিদের দেখা যাবে সেখানে।