১২ জুন আইপিএল (IPL)-এর ইতিহাসে প্রথম সম্প্রচার স্বত্বর ই-নিলাম হবে। নিলাম পরিচালনা করবে বিসিসিআই। ২০২৩-২৭ অর্থ বর্ষের সম্প্রচার সত্ত্বের জন্য এই নিলাম ডাকা হয়েছে।
১২ জুন সকাল ১১টা থেকে এই ই-নিলাম শুরু হবে। মুম্বই থেকে এই নিলামটি পরিচালনা করবে বিসিসিআই। তবে কতদিন ধরে নিলাম চলবে সেই বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআই-এর তরফে কোনও সময়সীমা ঘোষণা করা হয়নি। তবে বিসিসিআই-এর জনৈক আধিকারিক জানিয়েছেন, ১২ জুন থেকে শুরু হওয়ার পর কয়েক দিন ধরে নিলামটি চলতে পারে।
CAB's New Cricket Stadium : ১৪ একর জমিতে রাজারহাটে তৈরি হবে 'নতুন' ইডেন, জমি পেল সিএবি
উল্লেখ্য, গত ১০ মে বিসিসিআই-এর তরফে নিলামে যোগ দেওয়ার জন্য সম্প্রচার সংস্থাগুলির কাছ থেকে দরপত্র আহ্বান করেছিল। ২৫ লাখ টাকা জমা দিয়ে একাধিক সংস্থা সেই আহ্বানে সাড়া দিয়ে নিলামে অংশ নেওয়ার জন্য টাকা জমা দিয়েছে। এবছর যে সংস্থাগুলি নিলামে অংশ নিতে পারে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল স্টার, ডিজনি হটস্টার, রিলায়েন্স ভায়োকম স্পোর্ট ১৮, আমাজন, অ্যাপল, গুগল, জি এন্টারটেইনমেন্ট ইত্যাদি।
ভারতীয় উপমহাদেশে সম্প্রচার স্বত্বর ক্ষেত্রে নিলামে সর্বনিম্ন দর রাখা হয়েছে ম্যাচ পিছু ৪৯ কোটি টাকা। উল্লেখ্য, প্রতি বছর আইপিএল টুর্নামেন্টে মোট ৭৪টি ম্যাচ রয়েছে। সুতরাং সেক্ষেত্রে বছর পিছু মোট সর্বনিম্ন দর হল ৩ হাজার ৬২৬ কোটি টাকা।