আইপিএল ২০২৩ এর মিনি নিলামে ক্যামেরন গ্রিনকে সাড়ে ১৭ কোটি টাকা দিয়ে কিনে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের বেস প্রাইজ ছিল ২ কোটি টাকা। তিনি এখন আইপিএলের ইতিহাসের দ্বিতীয় বহুমূল্য ক্রিকেটার। ১৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে ইংল্যান্ডের বেন স্টোকসকে কিনে নিল চেন্নাই সুপার কিংস। গতবারের আইপিএলে খেলেননি স্টোকস। চোটের জন্য ২০২১ এর আইপিএলেও মাত্র ১টি ম্যাচে খেলেছিলেন। অন্যদিকে, কোচির নিলাম ঘরে রাজস্থান রয়ালস, দিল্লি ক্যাপিটালসের ও লখনউের মধ্যে লড়াইয়ের পর, ১৬ কোটিতে লখনউতে গেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরান।
আইপিএলে দল পেলেন না শাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়কের নাম ডাকা হলেও আগ্রহ দেখাল না আইপিএলের কোনও ফ্রাঞ্চাইজ়ি। আগের বারও আইপিএলের নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজ়ি নেয়নি শাকিবকে।