ইডেনে বাধা পড়ল বাংলার রঞ্জি ট্রফির ম্যাচে। খারাপ আলোর কারণে ৭৩ ওভারের পর বন্ধ করে দিতে হল শুক্রবারের খেলা। ৪ উইকেট হারিয়ে বাংলা তুলল ২০৬ রান। রান পেলেন না সৌরভ পাল, শ্রেয়াংস ঘোষ, মনোজ তিওয়ারিরা। ছত্তিশগড়ের সঙ্গে বাংলার এই ম্যাচে টসে জেতেন ছত্তিশগড়ের অধিনায়ক আমনদীপ খারে। টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠান তিনি। শীত ও কুয়াশায় ঢাকা আবহাওয়ায় ব্যাট করতে নেমে প্রথম থেকেই খানিকটা নড়বড়ে ছিল বাংলা।
এই মুহূর্তে বাংলার হয়ে ক্রিজে রয়েছেন অনুষ্টুপ মজুমদার এবং অভিষেক পোড়েল। শনিবার বাংলার ইনিংসের মূল ভরসা এই দুই তরুণ প্রতিভাবান ক্রিকেটারই।