করোনা (Covid 19) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। গত সোমবার রাতেই তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভরতি করা হয়েছে। বুধবার সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, সৌরভের অবস্থা এখন স্থিতিশীল। স্বাভাবিক কথাবার্তাও বলছেন তিনি। নতুন করেও জ্বর আসেনি। তবে বুকে সামান্য সর্দি জমে রয়েছে। ডক্সিসাইক্লিন জাতীয় ওষুধের সঙ্গেই জিঙ্কঅক্সাইড ও ভিটামিন-সি দেওয়া হচ্ছে সৌরভকে।
বিরাটের হয়ে ব্যাট ধরলেন সৌরভ, কী বললেন মহারাজ
সকালের খাবারও খেয়েছেন তিনি। দু-এক দিনের মধ্যেই মধ্যেই কল্যাণী থেকে মহারাজের জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট চলে আসার কথা। গতকালই ‘দাদা’র খোঁজ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়া প্রধানমন্ত্রীরদফতর (PMO) থেকে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করা হয়েছিল।