Anushka Sharma-Tapsee Pannu: বিরাট-রোহিতদের সমান বেতন পাবেন হরমনপ্রীতরা, উচ্ছ্বসিত তাপসী, অনুষ্কা

Updated : Nov 04, 2022 08:41
|
Editorji News Desk

ভারতীয় ক্রিকেটে যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানালেন দুই অভিনেত্রী তাপসী পান্নু এবং অনুষ্কা শর্মা। সম্প্রতি বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের মধ্যে বেতন বৈষম্য দূর করা হবে। পুরুষ ক্রিকেটারদের সমান বেতন পাবেন মহিলা ক্রিকেটাররাও। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই পদক্ষেপে উচ্ছ্বসিত তাপসী ও অনুষ্কা। তাঁর দু'জনেই দুই মহিলা ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন।

তাপসী ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের চরিত্রে অভিনয় করেছেন। অনুষ্কা ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক বাংলার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করছেন। সেই ছবি এখনও মুক্তি পায়নি।

তাপসী টুইট করে লিখেছেন, 'সম কাজের জন্য সমবেতনের পথে এটি একটি বড় পদক্ষেপ। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ।' 

বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রাম স্টোরিতে বিসিসিআই সচিব জয় শাহের টুইটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে জয় শাহ টুইট করে লিখেছেন, 'বেতন বৈষম্য দূর করতে প্রথম পদক্ষেপ নিল বিসিসিআই। যে সব মহিলা ক্রিকেটার বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন, তাঁদের আমরা সমান বেতন দিতে চলেছি।' জয় শাহ লিখেছেন, 'মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের এ বার থেকে সম পরিমাণ ম্যাচ পারিশ্রমিক দেওয়া হবে। বিসিসিআই ক্রিকেটে লিঙ্গসাম্যের নতুন একটা যুগ তৈরি করতে চাই।'

বিসিসিআই জানিয়েছে, টেস্টে ম্যাচ পিছু ১৫ লাখ টাকা পাবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। এক দিনের ক্রিকেট ও টি-টোয়েন্টিতে ম্যাচপ্রতি ৬ লাখ এবং ৩ লাখ টাকা পাবেন তাঁরা।

মহিলাদের আইপিএল-ও শুরু করতে চলেছে বিসিসিআই। পাঁচটি দল নিয়ে শুরু হতে পারে এই টুর্নামেন্ট।

Jhulan goswamiAnushka SharmaMithali RajBCCITapsee PannuJAY SHAH

Recommended For You

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!
editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও