দ্য টেলিগ্রাফ আয়োজিত টাইগার পতৌদী মেমোরিয়াল লেকচারে বক্তৃতা দিতে এসে ক্লাইভ লয়েডের দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রোহিত শর্মার টিম ইন্ডিয়ার তুলনা করলেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান
লারা। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের মালিক লারা আরও জানালেন, তাঁর মতে, ক্রিকেটের পীঠস্থান এখন ইডেন।
বক্তৃতায় লারা বলেন, এখানে আসার আগে তাঁর সঙ্গে লয়েডের কথা হচ্ছিল। এ বারের বিশ্বকাপে ভারতের খেলা তাঁকে সাতের দশকের লয়েডের ওয়েস্ট ইন্ডিজের কথা মনে পড়িয়ে দিয়েছে। সেই সময় প্রতিটি দেশের ক্রিকেট অনুরাগীরা প্রথমে নিজেদের দেশকে সমর্থন করতেন। তারপরেই তাঁদের ভালোবাসা পেত লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। লারা বলেন, ভারতও এখন তেমন। ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি, কিন্তু ক্যারিবিয়ানরা ফাইনালে ভারতের জয় চেয়েছিলেন।
Tota Roychowdhury: হিন্দিতে পরপর কাছের মাঝে কেন বাংলায় ছুটে আসেন টোটা? কার জন্য?
ইডেনে কখনও টেস্ট খেলেননি লারা, কিন্তু ক্রিকেটের নন্দকানন নিয়ে তাঁর মুগ্ধতা আকাশছোঁয়া। তিনি বলেন, লর্ডস নয়, ইডেনই এখন ক্রিকেটের পীঠস্থান।
ভারতীয় ক্রিকেটের সেরা ৫ জনকেও বেছে নিয়েছেন লারা। তাঁরা মতে এই ৫ জন হলেন নবাব মনসুর আলি খান পটৌডী, সুনীল গাওস্কর, কপিল দেব, সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি।