আইপিএলের (IPL) আসর মাতাচ্ছেন বাংলার একাধিক ক্রিকেটার। কিন্তু তাঁদের কেউই কলকাতা নাইট রাইডার্সের (KKR) অংশ নন। ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, শাহবাজ আহমেদ, ঈশান পোড়েলের মতো ক্রিকেটাররা কেউ খেলছেন গুজরাটের হয়ে, কারো গায়ে বেঙ্গালুরর জার্সি, আবার কেউ আছেন পাঞ্জাবে। এর
আগে কেকেআরের জার্সিতে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহস, মহম্মদ শামিদের। কিন্তু এখন ছবিটা উল্টো। এই নিয়ে কেকেআর-কে বার্তা দিলেন সিএবি (CAB) সভাপতি অভিষেক ডালমিয়া।
ইডেনে আন্তঃস্কুল মেয়র্স কাপ ফাইনালে হাজির হয়ে সিএবি কর্তা জানান, কেকেআরে বাংলার আরও বেশি ক্রিকেটারকে দেখতে চান তিনি। বিসিসিআই-এর সঙ্গে আইপিএল নিয়ে এক বৈঠকে এ কথা বলেছেন তিনি। উল্লেখ্য, এই মেয়র্স কাপের অন্যতম স্পনসর কেকেআর।
অভিষেক ডালমিয়া জানান, তাঁরা এই ধরনের টুর্নামেন্টকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, "যাঁরা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে, সেই ক্রিকেটারদের মধ্যে থেকেই হয়তো কোনো জুনিয়র নাইট উঠে আসবে। কেকেআর থেকে যে অর্থ মিলবে, তা উঠতি ক্রিকেটারদের উন্নতির পিছনেই খরচ করা হবে।"