ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে দিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল কানাডা। ভারতীয় সময় শনিবার সকালে রুদ্ধশ্বাস ম্যাচ নির্ধারিত সময়ে শেষ হয় ১-১ গোলে। অতিরিক্ত সময় আধ ঘণ্টার খেলায় কোনও গোল হয়নি৷ অবশেষে টাইব্রেকারে বাজিমাত করল ভেনেজুয়েলা।
ম্যাচে বল পজেশন বেশি ছিল ভেনেজুয়েলার। তবে খেলা হয়ে তূল্যমূল্য৷ প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল কানাডা। ১৩ মিনিটে কানাডার হয়ে জালে বল জড়িয়ে দেন জে শাফেলবার্গ। বিরতির পর তেড়েফুঁড়ে খেলতে থাকে ভেনেজুয়েলা। ৬৪ মিনিটে সমতা ফেরান জে রন্ডন। কিন্তু শেষরক্ষা হল না।
দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতামূল লড়াইয়ের সাক্ষী থাকলেন দর্শকরা। দুটি দলই গোল লক্ষ করে শট নিয়েছে ১৬ বার। ৫৬ শতাংশ বল পজেশন ছিল ভেনেজুয়েলার। কানাডার বল পজেশন ছিল ৪৪ শতাংশ। পাসও বেশি খেলেছে ভেনেজুয়েলা। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করল কানাডা।
কিন্তু সেমিফাইনাল থেকে কি আর এগোতে পারবে কানাডা? আগামী বুধবার শেষ চারের ম্যাচে কানাডা খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে। লিও মেসিদেরও কি বেগ দেবে কানাডা? উত্তর পেতে অপেক্ষা আর কয়েকদিনের।