পাল্টে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম। কে কোন দলের বিরুদ্ধে খেলতে নামবে, এবার ঠিক করে দিল সফটওয়্যার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন সেই সফটওয়্যার। UEFA-এর তরফে রোনাল্ডোকে বিশেষ সম্মানও দেওয়া হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ বারের চ্যাম্পিয়ন্স লিগ। ফাইনাল পরের বছর ৩১ মে। কিছু দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে পূর্ণাঙ্গ সূচি।
বেড়েছে দল। মোট ৩৬ টি দল এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। তাই বেড়েছে ম্যাচের সংখ্যাও। ৩৬টি দলকে চারটি পটে ভাগ করা হয়েছে। অর্থাৎ, প্রতিটি পটে ৯টি করে দল রয়েছে। প্রতিটি দল নিজের পটের দু’টি এবং বাকি তিনটি পটের প্রতিটি থেকে দু’টি করে দলের সঙ্গে খেলবে। তার মধ্যে চারটি হোম ও চারটি অ্যাওয়ে ম্যাচ।
রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশেষ সম্মান জানিয়েছে উয়েফা। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য রোনাল্ডোর হাতে বিশেষ ট্রফি তুলে দেওয়া হল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলসংখ্যা ১৪০। দ্বিতীয় স্থানে থাকা মেসির গোলসংখ্যা ১২৯।
গত বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে খেলতে হবে লিভারপুল, এসি মিলান (হোম), অ্যাটলান্টাদের বিরুদ্ধে।
ম্যাঞ্চেস্টার সিটিকে খেলতে হবে ইন্টার মিলান (হোম), পিএসজি (অ্যাওয়ে), জুভেন্টাস, ব্রাতিস্লাভা (অ্যাওয়ে)-র বিরুদ্ধে।
বায়ার্ন মিউনিখকে খেলতে হবে পিএসজি (হোম), বার্সেলোনা-র বিরুদ্ধে। এমবাপের প্রাক্তন ক্লাব পিএসজিকে খেলতে হবে ম্যাঞ্চেস্টার সিটি (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), আর্সেনাল (অ্যাওয়ে)-এর বিরুদ্ধে।
মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনা খেলবে বায়ার্ন মিউনিখ (হোম), ডর্টমুন্ড (অ্যাওয়ে), অ্যাটলান্টা-র বিরুদ্ধে।
লিভারপুলকে নামতে হবে রিয়াল মাদ্রিদ (হোম), এসি মিলান -এর প্রতিপক্ষ হিসেবে।