রাজধানীর(DC) গতি থমকে গেল চেন্নাই এক্সপ্রেসের(CSK) সামনে। এক ম্যাচ হারের পর নেতা ধোনির টোটকায় আইপিএলে(IPL 2022) ফের ঘুরে দাঁড়াল চেন্নাই। শুধু ঘুরে দাঁড়াল না, গোটা টুর্নামেন্ট জমিয়ে দিল। কলকাতার উপরে উঠে এলেন ধোনিরা। সেই সঙ্গে দিল্লিকে ৯১ রানে হারিয়ে ঋষভদের প্লে-অফে ওঠার স্বপ্ন আরও কঠিন করল চেন্নাই।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বিরাট রানের লক্ষ্যমাত্রা খাড়া করে সিএসকে। ডেভিড কনওয়ে(David Conway) ৮৭ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। সঙ্গী ঋতুরাজ করেন ৪১ রান। শিভম দুবে(Shivam Dubey) ৩২ এবং ধোনির ২১ রানের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে চেন্নাইয়ের(CSK) রান দাঁড়ায় ৬ উইকেটে ২০৮।
আরও পড়ুন- IPL 2022: ফাফ-হাসারাঙ্গা জুটিতে বিরাট ব্যর্থতা ঢাকল আরসিবির জয়ে, প্লে-অফ কার্যত নিশ্চিত
দ্বিতীয় ইনিংসে বিপুল চাপের মুখে দাঁড়াতে পারেনি দিল্লির ব্যাটাররা। ডেভিড ওয়ার্নারের(David Warner) ১৯, মিচেল মার্শের ৩৫, ঋষভ পন্তের ২১, এবং শার্দূল ঠাকুরের ২৪ রান ছাড়া আর কোনও ব্যাটারই দু'অঙ্কের রান পাননি।
এই জয়ের ফলে বাড়তি অক্সিজেন পেল চেন্নাই(CSK) শিবির। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই ফর্ম ধরে রাখলে অসম্ভবকে সম্ভব করে প্লে-অফে চলে যেতে পারেন ধোনিরা।