তিনি ইউনির্ভাসল বস। তিনি ক্রিস গেইল (Chris Gayle)। ব্যাট হাতে ২২ গজে তিনি নামলেই বোলারদার পা কাঁপতে শুরু করে। একাধিকবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আবার কখনও তাঁর জীবনযাত্রা নিয়ে চলেছে চর্চা। তবে এবার তিনি শিরোনামে সম্পূর্ণ অন্য অবতারে। এই দাপুটে ক্রিকেটার এখন মগ্ন 'বিবেকানন্দ' (Vivekananda) চর্চায়।
আজ্ঞে হ্যাঁ! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তাঁর এক ছবি নিয়েই হইচই পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে তবে কি খেলা ছেড়ে আদ্যপ্রান্ত ধার্মিক হয়ে গেলেন গেইল? ছবিতে দেখা যাচ্ছে, এক ঝাঁক কোঁকড়া চুল খোলা, সাদা বসনে গেইল। তাঁর হাতে বিবেকানন্দের বই ‘লিভিং অ্যাট দ্য সোর্স’ ।
আরও পড়ুন: গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলেই ৩ দিনের মধ্যে নক-আউট, ক্ষিপ্ত আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া
কেরিয়ারের শেষ লগ্নে রয়েছেন ক্রিস এই মুহূর্তে। এবছর আইপিএলে জায়গা পাননি তিনি, ওয়েস্ট ইন্ডিজ দলেও আর তাঁর ম্যাজিক দেখা যায় না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন তিনি। এরপরই চাউর হয় তাঁর অবসরের খবর। তবে কি অবসর জীবনে বিবেকান্দের পথই পাথেয় করলেন ক্রিকেটার? উঠছে প্রশ্ন।