ওড়িশার বিরুদ্ধে সুপার কাপ ফাইনালের ১১১ মিনিটে অধিনায়ক ক্লেটন সিলভার গোলে শাপমুক্তি হয়েছে ইস্টবেঙ্গলের। দীর্ঘ ১২ বছর পর আবার লাল-হলুদ শিবিরে এসেছে সর্বভারতীয় ট্রফি। কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে আপ্লুত লাল হলুদের ব্রাজিলিয়ান তারকা ক্লেটন।
Munawar Faruqui: বিগ বসে জয়ীর নাম ঘোষণা, জন্মদিনেই সেরা উপহার মুনাওয়ার ফারুকির
এই মরশুমেই ডুরান্ড কাপের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টসের কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল লাল-হলুদের। সুপার কাপের জয় সেই ক্ষতে প্রলেপ দিয়েছে। ক্লেটনের কথায়, "ডুরান্ড কাপের ফাইনালে উঠেও মোহনবাগানের কাছে হার খুব যন্ত্রণার ছিল। তবে আজকে জিততে পেরে খুব খুশি। দলের সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জয়।"
সুপার কাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ক্লেটন৷ ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে করেছেন জোড়া গোল। লাল হলুদ জনতার নয়নের মণি ব্রাজিলিয়ান বলছেন, গত কয়েকমাসে সেভাবে ভালো খেলতে পারছিলেন না। কিন্তু তাঁর পরিবার কলকাতায় চলে আসার পর বদলে গিয়েছে সব। ক্লেটনের কথায়, "পরিবারের সমর্থন পেয়ে আমি আরও ভালো খেলতে পারছি। মাঠে নেমে আরও উন্নতি করতে পারছি।"