হুঁকোয় টান দিয়ে বিতর্কে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা মহেন্দ্র সিংহ ধোনি। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে মাহিকে ধূমপান করতে দেখে বিশ্বকাপজয়ী অধিনায়কের এই আচরণ সমর্থন করতে পারেননি ক্রিকেটপ্রেমীদের একাংশ।
সম্প্রতি একটি অনুষ্ঠানে চেন্নাইয়ের অধিনায়ককে হুঁকোয় টান দিতে দেখে ক্রিকেটপ্রেমীদের একাংশ সমালোচনা করেছেন। তাঁদের মতে, ধোনি অসংখ্য তরুণ ক্রিকেটারের আদর্শ। এই ভিডিয়ো যুব সমাজের কাছে ভুল বার্তা বহন করবে। মাহির সমর্থনেও মুখ খুলে অনেকেই বলেছেন, ধোনি নিয়মিত ধূমপান করেন না। একটি অনুষ্ঠানে গিয়ে হুঁকোয় দু’একটা টান দিতেই পারেন তিনি। ধোনি কী করবেন, কী খাবেন— এ সব কিছুই তাঁর ব্যক্তি স্বাধীনতা