ফুটবলবিশ্বে যে ট্রফিগুলি রয়েছে, সব কটি ট্রফিই স্পর্শ করেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে অলিম্পিকস, বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফাইনালিসিমা, চ্যাম্পিয়ন্স লিগ সব ফাইনালের গোলদাতা হিসেবে নাম রয়েছে কোপা বিজয়ী দি মারিয়ার। দেশ কোপা জিততেই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। আর অবসরের পর তিনি জানালেন, 'এমন স্বপ্নের বিদায় আগে থেকেই লেখা ছিল'।
২০২২ বিশ্বচ্যাম্পিয়ন। আর ২০২৪ কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভারতীয় সময় সোমবার সকালে কোপা চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩৬ বছর বয়সী উইঙ্গার দি মারিয়া বিদায়। তিনি বলেছেন,'আমি এই প্রজন্মের কাছে চিরকৃতজ্ঞ। তাঁরা সবকিছু দিয়েছে। যা চেয়েছিলাম তা অর্জন করতে পেরেছি। এই বিদায় স্বপ্নের মতো। এমন বিদায় আগে থেকেই লেখা ছিল। আমি স্বপ্ন দেখেছিলাম। দলের সকলকে সে কথা বলেও ছিলাম। খুব আনন্দ হচ্ছে চ্যাম্পিয়ন হতে পেরে।'
২০২২ সালের পর থেকেই সোনালি মুহূর্তের সাক্ষী থেকেছেন আর্জেন্টিনার ভক্তরা। সাফল্যের সব শৃঙ্গই ছুঁয়ে ফেলেছে নীল সাদা ব্রিগেড। সব ট্রফি ছুঁয়ে দেখেছেন তাঁরা। এবার ফেরার পালা। কেরিয়ারের শেষলগ্নে এসে দাঁড়িয়েছেন দিমারিয়া। তাই বিদায় নেওয়ার আগে, তিনি জানিয়ে গেলেন, 'জীবনে যা চেয়েছি, তার থেকে অনেক বেশিই পেয়েছি।'