মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুধুই উচ্ছ্বাস। বিশ্বকাপ জয়ের পর এবার কোপা আমেরিকাতেও শ্রেষ্ঠ আর্জেন্টিনা। কোপা ফাইনালে দুই কিংবদন্তির চোখ থেকেই গড়িয়ে পড়ল জল। একজন লিওনেল মেসি আর অন্যজন দি মারিয়া।
যদিও দুই বন্ধুর চোখের জলের কারণ ছিল ভিন্ন। একজন ম্যাচের মাঝপথে ছিটকে যাওয়ার জন্য কেঁদেছিলেন, তিনি লিওনেল মেসি। আর দি মারিয়ার চোখে জল ছিল কারণ দেশের জার্সিতে এটাই ছিল তাঁর শেষ ম্যাচ। আর বিদায়বেলার এই ম্যাচ আর্জেন্টিনা যে শুধুমাত্র মেসির জন্য জিতেছেন সে কথাও জানালেন লিওর সতীর্থ।
কোপা ফাইনালের ম্যাচ চলাকালীন চোট পান মেসি। চোটের কারণে ম্যাচের ৬৫ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাঁকে। কিন্তু আর্জেন্টিনার একমাত্র লক্ষ্য ছিল কোপা আমেরিকা জেতা। সেই স্বপ্ন সত্যি হয়েছে। আর এই ম্যাচ জিতেই দি মারিয়া জানালেন, 'আমি খুশি নই, কারণ মেসি চোটের জন্য মাঠ ছেড়েছেন। শেষ পর্যন্ত জয় এসেছে। আমরা লিওনেল মেসির জন্য এই ম্যাচ জিততে পেরেছি। মেসিকে তাঁর প্রাপ্য আনন্দ এবং সম্মান দিয়েছি এটাই মেসির জন্য আনন্দের। এটি সত্যিই দারুণ এক রাত।'
ম্যাচ জেতার পর ১৬ বছরের সতীর্থ মেসি-সহ বাকিদের জড়িয়ে ধরে কাঁদতে দেখা গিয়েছিল দি মারিয়াকে। তাঁর আক্ষেপ কারণ কেরিয়ারের শেষ ম্যাচে পুরো সময়ের জন্য দীর্ঘদিনের বন্ধু মেসিকে মাঠে মাঠে পাননি আর্জেন্টিনার ১১ নম্বর জার্সিধারী।
সবমিলিয়ে দি মারিয়া আর্জেন্টিনার হয়ে ১৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বিদায়বেলায় আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনও মেজর টাইটেল জিতেছেন। এছাড়াও দেশের জার্সিতে ২০২২ বিশ্বকাপ, ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন এই আর্জেন্টাইন তারকা।