আরও এক নজিরের সাক্ষী হয়ে রইল আমেরিকার হার্ড রক স্টেডিয়াম। এই নিয়ে পর পর দু বার কোপা আমেরিকা জয় করল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে আরও চওড়া হল লিওনেল মেসির হাসি। সবচেয়ে বেশিবার কোপার ফাইনালে উঠে এই নিয়ে ১৬ বার কোপা জিতে দেশে ফিরছেন আর্জেন্টাইন ফুটবলাররা। কোপা, বিশ্বকাপের পর ফের কোপা জিতল লিওনেল স্কালোনির দল।
এই কোপায় অভিষেক হওয়া কানাডার বিরুদ্ধে এবার অভিযান শুরু করেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২-০ গোলে জিতে শুরু হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নদের এই টুর্নামেন্টে অভিযান। সেমিফাইনাল পর্যন্ত গোল ছিল না মেসির পায়ে। তবুও আধুনিক রাজকুমারের পাশেই ছিলেন তাঁর ভক্তরা। অবশেষে সেমিফাইনালে গোল পেলেন মেসি। আর তাতেই চেগে ছিল আর্জেন্টিনার ফাইনাল জয়ের স্বপ্ন।
১৯২১ সালে প্রথমবার এই কাপ গিয়েছিল বুয়েন্স আয়ার্সে। তবে কখনও পর পর যায়নি। এমনকী ১৯৯৩ সালের পর একটা দীর্ঘ সময় কোপা জেতার জন্য অপেক্ষা করতে হয়েছিল আর্জেন্টাইনদের। ২০২১ সালে মারাকানা স্টেডিয়ামে সেই মিথ ভেঙেছিলেন মেসি। এবারও তিনিই চ্যাম্পিয়ন।