কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। ইকুয়েডরের বিরুদ্ধে টাইব্রেকারে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচের নায়ক আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তবে, এদিন আরও একটি কারণে ফুটবল প্রেমীদের মন জয় করে নিলেন তিনি।
দল যখন সেলিব্রেশনে মত্ত। সেই সময় আচমকাই ফুটবল প্রেমীদের নজর কাড়লেন মার্তিনেজ। সেলিব্রেশন ফেলে ছুটে গেলেন বিপক্ষ গোলরক্ষকের কান্না সামলাতে। তাঁর এহেন মানবিক দিক দেখে বিস্মিত ফুটবলপ্রেমীরা।
এদিনের ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে দুটি গোল বাঁচান মার্তিনেজ। তাতেই জয় আসে আর্জেন্টিনার ঝুলিতে। এরপরেই ইকুয়েডরের গোলরক্ষক অ্যালেক্সান্ডার ডমিঙ্গুয়েজ কান্নায় ভেঙে পড়েন। সতীর্থরা তাঁকে সামলানোর চেষ্টা করছিলেন।
সেই সময় সেমিফাইনালে ওঠার আনন্দে মত্ত টিম আর্জেন্টিনা। সেলিব্রেশন ছেড়ে এগিয়ে আসেন মার্তিনেজ। প্রতিপক্ষের পাশে দাঁড়ান বন্ধুর মতো। ইকুয়েডরের গোলরক্ষকের মাথায় হাত বুলিয়ে দেন। সান্ত্বনা দেন