প্রথম ম্যাচে হোঁচট। দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে বিরাট জয়। এবার সামনে কলম্বিয়া। বুধবার ভারতীয় সময় ভোরে কোপা আমেরিকায় নতুন চ্যালেঞ্জ ব্রাজিলের সামনে। কারণ, ব্রাজিল যদি কলম্বিয়াকে এই ম্যাচে হারিয়ে দেয়, তাহলে তারা সরাসরি উঠবে কোপার কোয়ার্টার ফাইনালে।
কিন্তু ব্রাজিল যদি আটকে যায়, তাহলে কী হবে ? চার পয়েন্ট নিয়ে এই ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। কলম্বিয়ার কাছে ব্রাজিল যদি হেরে যায় বা ড্র করে, তখন সেলকাওদের তাকিয়ে থাকতে হবে প্যারাগুয়ে বনাম কোস্টারিকা ম্যাচের উপর।
কলম্বিয়া ম্যাচের আগে ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র জানিয়েছেন, প্যারাগুয়ে ম্যাচের দল নিয়েই এই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। কারণ, গত ম্যাচের জয়ের ছন্দ থেকে সরে আসতে নারাজ ব্রাজিল দল।